প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ৬:৪২ পূর্বাহ্ণ
ঝিনাইদহ মহেশপুর সীমান্তে আটক সাবেক ভূমি মন্ত্রী
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবি’র হাতে আটক সাবেক ভূমি মন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। সাবেক ভূমি মন্ত্রী কে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আাদালত। সোমবার (৭ অক্টেবার) বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা চত্তরে অবস্থিত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ আদেশ দেন। তাকে রাজধানী ঢাকার একটি মামলায় আটক দেখানো হয়েছে। শুনানির সময় রাষ্ট্র পক্ষের কোন আইনজীবি উপস্থিত না থাকলেও আসামি পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. জিয়াউর রহমান ও আরিফুজ্জামান টুকু। বিচার শেষে তারা উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা না বলে দ্রুত আদালত ত্যাগ করেন। রোববার রাত ১০ টার দিকে শ্রীনাথপুর সীমান্তের ভবনগর নামক স্থান থেকে তাকে আটক করে ৫৮ বিজিবি। সে সময় তার সাথে একজন নারী ও দুইজন পুরুষ ছিলেন। ভারতে পালানোর আগে মাথা ন্যাড়া ও গোফ কামিয়ে ফেলেন এক সময়ের প্রভাবশালী মন্ত্রী। আটকের পর বিজিবি তাকে মহেশপুর থানায় সোপর্দ করে। মহেশপুর থানা পুলিশ সোমবার (৭ অক্টোবার) বিকালে প্রভাবশালী এ মন্ত্রীকে আদালতে তোলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের দুই মাসের মাথায় ভারতে পালানোর সময় আটক হলেন খুলনার ডুমুরিয়ার আতংক সাবেক ভূমি মন্ত্রী খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। দশম জাতীয় সংসদে প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৮ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র চন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.