প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৪, ৪:৩৪ পূর্বাহ্ণ
ঝিনাইদহ রাস্তার ইট তুলে ঘর নির্মাণ, মহেশপুরে সাংবাদিকের পরিবার অবরুদ্ধ
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে আওয়ামীলীগ সভাপতির শাঙ্গপাঙ্গরা এখন বিএনপি সেজে রাতারাতি সরকারী একটি রাস্তার ইট তুলে রাস্তার উপর ঘর নির্মাণ করায় একজন সাংবাদিকের দুই ভাইয়ের পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল হোসেন লিটনের গ্রামের বাড়ী শ্যামকুড় টাঙ্গাইল পাড়ায় সরকারী হেরিং রাস্তার ইট তুলে সেই ইট দিয়েই রাস্তার উপর ঘর নির্মাণ করা হয়েছে। এমনকি রাস্তার অপর প্রান্তে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। গ্রামবাসীরা জানান, ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর শাহাজান আলী ও শরিফুল ইসলামের হুকুমে মাইলবাড়ীয়া গ্রামের আবুল কামালের পুত্র মোস্তফা (২২) এর নেতৃত্বে সোহেল, রাশেদ, খোকন সহ ১০/১২ জন মিলে ক্ষুদ্র ব্যবসায়ী আব্বাস আলীর বাড়ীর আঙ্গিনায় বোমা মেরে আতংক সৃষ্টি করে রাস্তার ইট তুলে ফেলে। সেই ইট দিয়েই শরিফুল রাস্তার উপর পাকা ঘর নির্মাণ শুরু করে এবং অপর পাশে শাহাজান আলী টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এদের ত্রাশের কারনে এখন টাঙ্গাইল পাড়া গ্রামের ৫টি পরিবার আতংকে আছেন। সরকারী হেরিং রাস্তা বন্ধ করে দেওয়াই সাংবাদিকের দুই ভাই আব্বাস ও সালামের পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকাবাসী আরো জানায়, দুর্বৃত্তদের অধিকাংশই একদলীয় জাতীয় নির্বাচনে শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমান উল্লা হকের নির্দেশে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আযম খানের পক্ষে ট্রাক প্রতিকে ভোট করেন তারা। সে সময় এলাকার অনেক সাধারণ মানুষকে ট্রাক প্রতিকে ভোট না দিলে কি হবে সহ বিভিন্ন ধরনের হুমকিও দেন তারা। দেশে বিদ্যমান অস্থিতিশীল পরিবেশের কারনে এদের বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা নেওয়াও যাচ্ছে না। সাংবাদিক লিটন জানান, বিষয়টি নেপা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুর মাষ্টার, শ্যামকুড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহানুর আলম, মহেশপুর উপজেলা বিএনপি’র সভা মেহেদি হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন ও জামায়াতে ইসলামী বাংলাদেশের থানা আমির আব্দুল হাইকে জানানো হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.