আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) সংবাদদাতা :
রবিবার (৮ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার ফার্মহাট এলাকার ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বানে ও সোনারায় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।
সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী বাবুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী দুঃশাসন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়েছে। নতুন বাংলাদেশের নবযাত্রাকে বেগবান করতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। সামনের নির্বাচনে ডোমার-ডিমলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জনসমাবেশে পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (তুলু), মোঃ মাসুদ বিন আমিন সুমন প্রমুখ সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.