নীলফামারীর ডোমার উপজেলার জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে দুইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০শে অক্টোবর) পৌর শহরের ছোটরাউতা এলাকায় জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (দাঃবাঃ)।
সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলামের মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হারুন রিয়াজীর সভাপতিত্বে এদিন তাফসীর পেশ করেন ঢাকার মেগুনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ খাঁন সাহেব ও দারুল উলুম রুহুল ইসলামের সিনিয়র মুদাররিস মাওলানা হাফেজ ইসমাঈল হোসেন রিয়াজী।
এছাড়া প্রথম দিনের (শনিবার) মাহফিলে বয়ান পেশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মুহাদ্দিস ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব এবং রংপুরের জামেয়া কারিমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার মুদাররিস মাওলানা হাফেজ মাহমুদুর রহমান সাহেব প্রমুখ সহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।
কোরআন মাহফিলের আলোচনা পরবর্তী শেষ অধিবেশনে জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে।