রবিবার (২৪শে মার্চ) সকালে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় আরও বক্তব্য রাখেন- ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী মোঃ আশরাফুল হক মিঠু। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্ব যক্ষ্মা দিবসে শিশু সহ সাধারণ নারী-পুরুষের যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।