মঙ্গলবার (২৩শে এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সকল সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে ৮ জন প্রার্থীর মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. মোঃ মনোয়ার হোসেন পেয়েছেন ‘হেলিকপ্টার’ প্রতীক।
২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান প্রধান নজুর ভাই মোঃ রাকিব আহসান প্রধান পেয়েছেন ‘কই মাছ’ প্রতীক।
সদ্য সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার পেয়েছেন ‘ঘোড়া’ প্রতীক।
বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি পেয়েছেন ‘টেলিফোন’ প্রতীক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী ‘কাপ-পিরিচ’ প্রতীক পেয়েছেন।
উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ পেয়েছেন ‘আনারস’ প্রতীক।
সাবেক চেয়ারম্যান চিত্তরঞ্জন সিংহের পুত্র মদন মোহন সিংহ পিন্টু ‘মোটর সাইকেল’ প্রতীক ও মোঃ এহছানুল হক ‘দোয়াত-কলম’ প্রতীক পেয়েছেন।
এছাড়া ‘ভাইস-চেয়ারম্যান’ পদে দিলীপ কুমার মুখোপাধ্যায়- ‘টিউবওয়েল’ প্রতীক, মোঃ রাশেদুজ্জামান রাশেদ- ‘টিয়া পাখি’ প্রতীক, মোঃ জামাল উদ্দিন- ‘মাইক’ প্রতীক, মোঃ মাছুম বিল্লাহ- ‘তালা’ প্রতীক, মোঃ রোকনুজ্জামান রানা- ‘বৈদ্যুতিক বাল্ব’ প্রতীক, মোঃ মতিউর রহমান রুবেল- ‘উড়োজাহাজ’ প্রতীক, রণজিৎ কুমার রায় ‘বই’ প্রতীক ও এটিএম মিরাজুল কবীর- ‘চশমা’ প্রতীক পেয়েছেন।
অন্যদিকে, ‘সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান’ পদে মোছাঃ লাইলী বানু লিলি- ‘ফুটবল’ প্রতীক, শিল্পী আকতার বানু- ‘কলস’ প্রতীক, শ্রী সন্ধ্যা রাণী রায়- ‘বৈদ্যুতিক পাখা’ প্রতীক, সদ্য সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ- ‘হাঁস’ প্রতীক ও মোছাঃ ফেরদৌসী বেগম- ‘প্রজাপতি’ প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আগামী ৮ই মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর আগে, গত ১৫ই এপ্রিল অব্ধি তিনটি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২১ জন প্রার্থী। গত ১৭ই এপ্রিল অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে সকলের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছিল।