আজ সোমবার (১৮ই মার্চ) উপজেলা শহরের পৌর কাঁচাবাজারে বাজার দর মনিটরিংয়ের লক্ষ্যে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অভিযানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রতন ভাণ্ডারের মালিক মোঃ আব্দুল মালেক বাবুকে ৫ হাজার টাকা ও মেসার্স লাবিব ভাণ্ডারের মালিক মোঃ গোলাম রাশেদকে ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং সঠিক মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়।
ডোমার থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান।
বাজার-দর নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধি ঠেকাতে ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.