নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের আগস্ট মাসে প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। প্রায় ১০ হাজার রোগী আগস্টে সেবা নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রবিবার (৮ই সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী গত আগস্ট মাসের প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেন।
পরিসংখ্যানের তথ্য মতে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে ৫ হাজার ৮৭৩ জন, অন্তঃবিভাগে ১ হাজার ৪৪৩ জন এবং জরুরী বিভাগে ১ হাজার ৫৭৯ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।
এছাড়া গর্ভবতী ও প্রসূতি বিভাগে এএনসি সেবা ৫২২ জন ও পিএনসি সেবা নিয়েছেন ২৬২ জন রোগী। আগস্টে হাসপাতালটিতে ৯১টি নরমাল ডেলিভারি ও ২৬টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্নের মাধ্যমে নবজাতকদের ভূমিষ্ট করা হয়।
আরও জানা যায়, গত মাসে ১টি হাইড্রোসিল সহ আরও ৩টি মেজর অপারেশন করা হয়েছে। এছাড়া জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ১৩৩ জনের ভায়া টেস্ট করলে ২ জনকে এই রোগে শনাক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.