প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১:৫৫ পূর্বাহ্ণ
তাড়াশে পূর্বশত্রুতার জেরে কৃষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরধরে অতর্কিত হামলা চালিয়ে এক কৃষকের বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে জান মাহমুদের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে জান মাহমুদের স্ত্রী দেলোয়ারা খাতুন তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে জান মাহমুদের ছেলে রমজান আলী ওই গ্রামের বাকির মুদির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই গ্রামের বাসিন্দা রওশন গংয়ের মাজহারুলসহ ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। রমজান আলী মাজহারুলকে গালি গালাজ করতে নিষেধ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে রওশন গংয়ের লোকজন রমজান আলীকে বেধরক মারাধর করতে শুরু করে।
এ সময় রমজান আলী প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। এরপর বাকির হুকুমে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশিও অস্ত্র ও লাঠি শোঠা নিয়ে অর্তকিত ভাবে জান মাহমুদের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ির গেট, বসত ঘরের বেড়া ও আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। তারা আলমিরাতে থাকা নগদ ১২ লাখ টাকা ও ২ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জান মাহমুদের স্ত্রী দেলোয়ারা খাতুন জানান, রওশন বাহিনীর লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও ঘরের মালামাল লুট করে এবং পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকী দেয়। এ সময় আমাদের আত্ম চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.