স্টাফ রিপোটার :
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগাঁ ইউনিয়নে ভায়াট মৌজায় তিন ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ উঠেছে মামুন ও ভায়াটের আব্দুল মতিনের বিরুদ্ধে। কৃষি আইনের স্পষ্ট নির্দেশনার পরেও সরকারি নির্দেশনা অমান্য করে প্রায় ১০০ বিঘা আবাদি জমি ধ্বংস করা হচ্ছে। টিবিএডিসি-এর ইরিগেশন সেচ প্রজেক্টের আওতা ভুক্ত জমিতে এই অবৈধ কর্মকান্ড চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে মামুন ও মতিন গং তিন ফসলি এই জমিগুলোতে বেকু মেশিন ব্যবহার করে মাটি কেটে বিক্রি করছে। এই জমিগুলোতে ধান, পাট, গম, সরিষাসহ বিভিন্ন প্রকার
শাক-সবজি চাষ হতো। এভাবে মাটি কেটে ফেলার কারনে দিন দিন আশঙ্কা জনক ভাবে হ্রাস পাচ্ছে চাষ যোগ্য ভুমি। এভাবে চাষযোগ্য ভুমি খননের ফলে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। যাতে ভবিষ্যতে কৃষি প্রধান এদেশে খাদ্য উৎপাদন আশঙ্কা জনক হারে হ্রাস পাবে এবং সরকারের খাদ্য সমস্যা দূরীকরণে অন্তরায় হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনগন বলেন, এই ভুমি আমাদের খাদ্য উৎপাদন, খাদ্যাভাব দূরীকরণ ও অর্থনৈতিক উপার্জনের একমাত্র পাথেয়। অথচ এই চাষযোগ্য ভূমি যদি রাতা-রাতি খনন করে চাষাবাদ ও ফসল উৎপাদনের অনুপযোগী করা হয়, তবে আমরা কি খেয়ে বেঁচে থাকব? কীভাবে আমাদের খাদ্যভাব দূর করব? এ প্রশ্ন স্থানীয় সকল জনগনের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা ও সহকারী কমিশনার ভুমি তাড়াশ কে ফোন করলে তারা কেউ ফোন রিসিভ করেন নাই।