প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৭:৩৩ পূর্বাহ্ণ
তাড়াশে গৃহবধূর মরদেহ উদ্ধার
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে নাসরিন খাতুন (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন তাড়াশ থানা পুলিশ।
নিহত নাসরিন খাতুন পৌর এলাকার কোহিত তেঁতুলিয়া গ্রামের মো. আনিসুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই গৃহবধূ।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.