তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশে পুকুরে চাঁদা দাবীর প্রতিবাদ করায় এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে উপজেলার মাগুরা বিনোদ গ্রামের মৃত কাশেম আলীর ছেলে সুরুজ আলী(৩৫), মৃত সাত্তারের ছেলে আ: হাদি (৩০) ও নুর ইসলামের ছেলে ফারক আহমেদের (৩০) বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে (২৪ মার্চ) রবিবার সকালে উপজেলার মাগুরা বিনোদ গ্রামে। আহত আশরাফুর রহমান (৩২) একই গ্রামের বাসিন্দা। তিনি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে।
আহত আশরাফুর রহমান অভিযোগ করে জানান,
মাগুড়া বিনোদ গ্রামে আমার জমি-জায়গা ও পুকুর রয়েছে। সেখানে আমি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সুরুজ আলী, আ: হাদি ও ফারুক আহমেদ আমার নিজ আবাদকৃত পুকুরের হঠাৎ ক্ষতিসাধন করার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে তাদেরকে বলতে গেলে আমার কাছে ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে। এই চাঁদা দিতে না চাইলে আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। তারপর রবিবার সকালে আমি পুকুরে গেলে আমার কাছে আবারও চাঁদা দাবী করে। তখন চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে সুরুজ আলী, আ: হাদি ও ফারুক আহমেদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তারা আমাকে এলোপাতারি ভাবে কিল-ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে মাটিতে ফেলে দিয়ে আমার কাছে থাকা ১,৭৫,০০০/-(এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা, ১টি স্মার্ট ফোন জোরপূর্বক ভাবে কেঁড়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে ভেঙ্গে দেয়। তখন আমি চিৎকার করলে স্থানীয় লোকজন আমাক উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেওয়া হয়।
তবে অভিযুক্ত সুরুজ আলী মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে আমরা মারধর করি নাই, শুধু কথা কাটাকাটি হয়েছে।
এবিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।