এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) বিকেলে তাড়াশ পৌর যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য র?্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ভবনে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী রিপন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোন্দকার, আবুল হোসেন,
উপজেলা তাঁতি দলের সভাপতি শরিফুল ইসলাম,পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম আমিন, দুলাল হোসেন, মাসুদ রানা, আমিরুল ইসলাম এরশাদ আলী, যুবনেতা লিটন আহম্মেদ,স্বেচ্ছাসেবক দলের হাসান খান,হামিদুল ইসলাম,ছাত্র নেতা ইমরান হাসান আলভী, রয়েল ইসলাম,সাবেক ছাত্রনেতা রাশিদুল ইসলাম প্রমূখ।
প্রধান বক্তা আব্দুল বারিক খোন্দকার বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে।আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত কোন অপশক্তি যেন কোন প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে আওয়ামী লীগ ও তার দোসররা। জাতীয়তাবাদী শক্তির পক্ষে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ।
শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.