এম এ মাজিদ, তাড়াশ:
বর্তমান সময়ে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৬ নভেম্বর) শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার আয়োজনে বর্তমান সময়ে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব।
আলোচনা সভায় দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ,ড. আব্দুস সামাদ।
প্রধান বক্তা হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকা মহানগর জামায়াতের নেতা এবিএম আব্দুস সাত্তার ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলনবিল উন্নয়ন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী,তাড়াশ পৌর ওলামা পরিষদের সভাপতি মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।
এবিএম আব্দুস সাত্তার বলেন,দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থার। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। তাই সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।