তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা তাড়াশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ মে) সকালে তাড়াশ পৌর সদরে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা তাড়াশ উপজেলা শাখার কার্যালয়ে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ছাবেদ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশালী মো. নজরুল হাসান মানিক(অব.)।
সভায় বক্তব্য রাখেন, রে সভায় ঐক্য মতের ভিত্তিতে অবসর প্রাপ্ত সেনা সদস্য সিনিয়র অরেন্ট অফিসার আলা উদ্দিনকে সভাপতি এবং অবসর প্রাপ্ত সেনা সদস্য সিনিয়র অরেন্ট অফিসার মো. আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওসমান গণী, সহ-সভাপতি সার্জেন্ট মো মোতালেব হোসেন ময়না (সাবেক) , সহ-সম্পাদক সার্জেন্ট মো শহিদুল ইসলাম(সাবেক), সহ-সম্পাদক সার্জেন্ট মো সরোয়ার হোসেন লিপি(সাবেক), সাংগঠনিক সম্পাদক কর্পোরাল সিরাজ সরকার (সাবেক), সহ-সাংগঠনিক সার্জেন্ট মো শাহ আলম (সাবেক), উপদেষ্টাম মন্ডলী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো নজরুল হাসান মানিক(অব:),
মেজর মো আইনুল হক, সার্জেন্ট মো সাবেদ আলী (সাবেক), সার্জেন্ট মো তরিকুল ইসলাম (সাবেক)সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।