তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলা কালে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তাড়াশ থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই দিন সকালে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় নেতা-কর্মীরা উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর অতর্কিত হামলা চালায়। আর এ হামলায় তাড়াশ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সাব্বির খন্দকারসহ প্রায় ৯ জন মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে একজন নারীও রয়েছে। এ ঘটনায় গত ২৩ আগষ্ট তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো. সাব্বির খন্দকারের বাবা মো. সাইফুল ইসলাম খন্দকার। মামলায় ২৯ জনকে আসামী করা হয়েছে। ওই মামলায় আরোও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামীও করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট সকাল ১১ টার দিকে জিকেএস সরকারী প্রাথিমক বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী অান্দোলনকারী ছাত্ররা জমায়েত হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান ইকবাল রুবেলের নেতুত্বে ছাত্রলীগের শতাধিক নেতা- কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য পূর্ব পরিকল্পিত নাশকতার উদ্দ্যেশ্যে দেশীয় অস্ত্র, আগ্নেয় অস্ত্র পিস্তল, লোহার রড, ককটেল, গোলাবারুদ, হাসুয়া নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাড়াশ উপজেলার সমন্বয়ক মো. সাব্বির খন্দকার ও নারীসহ ৯ জন মারাত্মক আহত হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গত ৪ আগষ্ট তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলা কালে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো কোন আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।