চলনবিলের মধ্য দিয়ে নির্মিত তাড়াশ-সিংড়া আঞ্চলিক সড়কের ভদ্রাবতী নদীর ওপর অবস্থিত সেতুর সংযোগ সড়কটি সম্প্রতি ধসে পড়েছে, যা এই রাস্তায় চলাচলকারী যাত্রী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠেছে। ২০১৩ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এই সেতুটি সিংড়া-বারুহাস-তাড়াশ আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে সিরাজগঞ্জ, নাটোর এবং রাজশাহীর মধ্যে আন্তঃযোগাযোগ সহজতর হয়, বিশেষত এই রাস্তায় চলাচলে প্রায় ৩০ কিলোমিটার দূরত্ব সাশ্রয় হয়।
বর্ষাকালে সড়কটি পানির নিচে ডুবে যায় এবং শুষ্ক মৌসুমে জেগে ওঠে, যা চলনবিলের পানি প্রবাহ বজায় রাখতে সহায়তা করে। তবে সাম্প্রতিক বর্ষায় সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের একাংশ ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দারা বালির বস্তা ফেলে সড়কটি রক্ষার চেষ্টা করছেন, তবে পরিস্থিতি আরও খারাপ হলে ভারী যানবাহন, যেমন ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.