প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ
দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের দারুণ আরাকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প আওতায় ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পযন্ত ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন, মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ ও মডেল মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
এসময়ে ৩৫ জন শিক্ষককে সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.