প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
দিনাজপুরে বিনামূল্যে ডায়াবেটিক হাসপাতালে স্মাইল ট্রেনের সহযোগিতায়।
প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের উদ্যোগে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
---------------------------------------------------------------------
যাদব চন্দ্র রায়, বিভাগীয় বু্রো চীফ, রংপুর :
২৩ মার্চ শনিবার দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধায়নে ‘জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা (টাকরা)’ রোগীদের বিনামূল্যে ৩দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, উক্ত জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন, ঔষধ প্রদানসহ হাসপাতালে থাকাকালীন সময় রোগীদের খাবার, যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে। প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, দুর-দুরান্ত থেকে আগত জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেন এর সহযোগিতায় বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম বাস্তবায়ন করছি। অপারেশন শেষে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা শত শত বিশেষ করে শিশু রোগীরা স্বাভাবিক জীবনযাপন করছে। যারা এ ধরনের রোগীকে অপারেশন করাতে চান তারা অবিলম্বে প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সামাদ আলী (০১৭১৩৭০৭৮০৪) এবং ফির্ল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায় (০১৭১০৬০৬৭১৪) মোবাইল নম্বরে যোগাযোগ এবং রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.