আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বাছাই কার্যক্রম-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯শে সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আনসার-ভিডিপি মাঠে অনুষ্ঠিত সদস্য বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভুঁইয়া। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস।
আনসার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ রুবেল ইসলামের সঞ্চালনায় এসময় ডিমলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ সেলিনা আক্তার, উপজেলা প্রশিক্ষক মুনিরা পারভীন মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার ডোমার উপজেলার ১০৫টি পূজামণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব-১৪৩১। মণ্ডপগুলোর আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন ৬০০ জন আনসার ও ভিডিপির সদস্য।