স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের সৌদি প্রবাসী প্রভাবশালী স্বপনের স্ত্রী আম্বিয়া খাতুন এবং তার দুই ছেলে সাগর ও খালিদের সহযোগিতায় গায়ের জোরে সরকারি ৪৪ বিঘা ডেবরা পুকুরের প্রায় ২০০ মিটার খাস জায়গা দখল করে গাইড ওয়াল নির্মান কাজ করছিলো।
এরই এক পর্যায় গত ২৮ শে এপ্রিল রবিবার তথ্য সংগ্রহ করতে এক দল সংবাদ কর্মী সমাজ ভিত্তিক মৎস্য অধিদপ্তরের আওতায় সরকারি ডেবরা পুকুরে হাজির হয়। সেখানে দেখা যায় ৭/৮ ফিট প্রস্থ ও দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার খাস জায়গা দখল করে গাইড ওয়াল নির্মান করছে আম্বিয়া খাতুন সহ তার দুই সন্তান।
এমন অবৈধ কাজের সংবাদ দৈনিক জয়সাগর প্রতিকায় সংবাদ প্রকাশ করার পর উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের হস্তক্ষেপে ডেবরা পুকুরের খাস জমির গাইড ওয়াল নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান হাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.