শাহাদত হোসেন, বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর ৩নং ওয়ার্ড কাজী পাড়া গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ মিনহাজুল ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর অভাবের তাড়নায় তার ভাগ্যে পড়াশুনা আর হয় নাই। ছোট ছেলে কেহ একটি কাজ দিতে চায়না। অবশেষে হিরো গার্মেন্টস বিনা বেতনে কর্মচারী হিসাবে কাজ করতে থাকি। তিনবছর পর ৫০০টাকা বেততে কাজ করতে থাকে। ছুটির দিন সে ফেরি করতাম দোকানে দোকানে গামছা , মশারী, গেঞ্জি তোয়ালা পাইকারি বিক্রয় করতো। ২০১৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত হিরো গার্মেন্টেসে ১০,০০০ টাকা বেতনে চাকুরী করে। কঠোর পরিশ্রম করে সে তার ভাগ্যের পরিবর্তন করে। সে মোকামে মোকামে যাইতো, মহাজনের সাথে পরিচয় হওয়ার পর সে নিজের ব্যবসার সফলতা লাভ করি । মা বাবা মহাজনের সহযোগিতায় সে আজ নিজের দোকান প্রতিষ্ঠিত করেছি। তার দোকানে শাড়ী, লুঙ্গি, ওড়না গামছা, বেডশিড, তোয়ালা, শার্ট প্যান্ট সব ধরনের কাপড় আছে।
তার কাপড় বিক্রির লাভের টাকায ৬ জনের সংসার চলে। বাবা, মা, ভাই, বোন, আমার স্ত্রী, শিশু সন্তান। মিনহাজুল বলেন, প্রত্যেক বছর ঈদুল ফেতর ও ঈদুল আযহায় গরীব দুঃখী বস্ত্রহীন পথশিশু মানুষের মাঝে কাপড় দিয়ে থাকি। ৩নং ওয়ার্ড কমিশনার মোঃ মোজাম্মোল হক প্রভাষক বলেন, মিনহাজুল কঠোর পরিশ্রমের জন্য তার ভাগ্যের পরির্বতন করতে পেরেছে।