আবিদ হাসান জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, এমপি’র সাথে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তলসহ দেখতে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত নেতাকর্মীরা।
রোববার (৭ জুলাই) রাত দশটায় ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ ললাট। দুজনের বাড়ি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলায়।
জানা গেছে, গত রবিবার রাত দশটার সময় ওই দুই যুবক ধর্মমন্ত্রীর সাথে দেখা করতে আসে। লিটন নামে এক আওয়ামী নেতা মন্ত্রীর সাথে দেখা করতে আসা একজনের প্যান্টের পেছনে রাখা পিস্তল দেখতে পায়। পরে তাদের দুজনকে আটক করে অন্য নেতাকর্মীরা গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।এ সময় ধর্মমন্ত্রী তখন ডাকবাংলোতে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে ইসলামপুর থানা পুলিশের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হয়ে যাওয়ার সময় জুতা পড়তে গেলে তাদের একজনের পেছনে রিভলবার সদৃশ্য কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে মারধর করে পুলিশে খবর দেয়। এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আটকের সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে ।
এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্মমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি সুমন তালুকদার। এ ব্যাপারে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, এমপি’কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।