প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ২:৫৫ পূর্বাহ্ণ
ধামইরহাটে ৪ হাজার ৬০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে কৃষি প্রণোদনার আওতায় ৪ হাজার ৬শত জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। ৩০অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর রাব্বি। ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, মসুর ডাল, খেসারি ডাল, মুগ ডাল,ভূট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, গম, পিয়াজ ও অরহড় চাষের জন্য নির্ধারিত পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.