নিয়ামুল ইসলাম, ধুনট (বগুড়া):
বাংলাদেশে ভারতীয় চয়ন জাতের আঙ্গুরের চাহিদা অনেক আগে থেকেই। অনলাইন মাধ্যম ইউটিউব দেখে অনেকে অনেক রকম ফলচাষে আগ্রহী হয়। তেমনি একজন যুবকের নাম আব্দুল হাকিম। সে বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর (কদলাপাড়া) এলাকায় নিজস্ব জমিতে ভারতীয় চয়ন জাতের আঙ্গুরের চাষ করে। তার বাগানে থোকায় থোকায় ঝুলে আছে চয়ন জাতের মিষ্টি আঙ্গুর। কৃষি উদ্যোক্তা হিসেবেও ব্যাপক সম্ভাবনা জাগিয়েছেন স্থানীয় এলাকায়।
উদ্যোক্তা আব্দুল হাকিম জানান, ইউটিউব দেখে ২০ হাজার টাকা পুঁজি দিয়ে আঙ্গুর চাষে আকৃষ্ট হই। পরে পরিচিত একজনের মাধ্যমে ভারত থেকে থেকে ২০২২ সালে চয়ন জাতের ৫০টি চারা সংগ্রহ করে ৮ শতক জমিতে রোপণ করি। ফলন বেশ ভালো হয়েছে। বাজারে চাহিদা থাকায় দামও বেশ ভালই পাওয়া যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে জমি বৃদ্ধি করে ১ বিঘা পরিমাণ জায়গা জুড়ে আঙ্গুরের চারা রোপন করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আব্দুল হাকিমের বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করাটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাকে দেখে অনেকে ফলদ বৃক্ষ রোপনে আগ্রহী হবে। তার আঙ্গুর ক্ষেতটি পরিদর্শন করেছি। ভালো ফলনের জন্য যাবতীয় পরামর্শসহ সেবা দিতে আমরা সবসময় তার পাশে আছি।