উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়, কনফারেন্স রুমে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৪ জুন) এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
এ সময় পুলিশ সুপার আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, সরকার কর্তৃক নির্ধারিত হাসিল আদায় করতে হবে। নির্ধারিত হাসিলের বেশি টাকা নিয়ে সাধারণ জনগণ কে হয়রানি করা যাবে না। পশুর হাটে চুরি, ছিনতাই, জালনোটের অপরাধ ইত্যাদি রোধে জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। প্রত্যেক পশুর হাটে জেলা পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মীর শরিফুল হক, ডিআইও-১; মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; কাজী হাসানুজ্জামান, টিআই-১ মোঃ জামিল কবির, ইন্সপেক্টর (অপারেশন), নড়াইল সদর থানা সহ জেলার বিভিন্ন পশু হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন। অপরদিকে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
ইয়াংস্টার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ নড়াইল জেলা পুলিশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম, নড়াইলে “ইয়াংস্টার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণ করেন নড়াইল জেলা পুলিশ একাদশ বনাম যশোর নওয়াপাড়া একাদশ। দীর্ঘ দেড় মাস ধরে চলমান ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় নড়াইল জেলা পুলিশ একাদশ বিজয়ী হয়। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় তার কার্যালয়ে বিজয়ী নড়াইল জেলা পুলিশ একাদশকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় সম্মাননা স্মারক হিসেবে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র হাতে ট্রফি তুলে দেন নড়াইল জেলা পুলিশ একাদশের অধিনায়ক কনস্টেবল ইমরান হোসেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইলসহ নড়াইল জেলা পুলিশ একাদশের খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।