স্টাফ রিপোর্টার:
নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে বগুড়ার ধুনট উপজেলার পীরহাটিতে অবস্থিত পাঁচথুপী নছরতপুর কারিগরি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০০১ইং খ্রি: প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ২৩ বছরে নেই কোন সাফল্য।
সরেজমিনে দেখা যায়, কারিগরি স্কুল প্রতিষ্ঠায় প্রয়োজনীয় জায়গা উক্ত প্রতিষ্ঠানের নেই। তাছাড়া ব্যবহারিক ক্লাসের জন্য যেসব যন্ত্রপাতি দরকার তাও নেই এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে কোন ব্যবহারিক ক্লাস হয় না। ছাত্র-ছাত্রীর সংখ্যা খাতায় কিছু থাকলেও ক্লাসে তেমন উপস্থিতি নেই। স্কুলের শিক্ষক-কর্মচারীরা অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন। দুপুরের পরে স্কুলে কেউ থাকেন না, শিক্ষক-কর্মচারীরা তালা লাগিয়ে চলে যান। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে আত্মীয়করণ, অসদাচরণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানে নেই কোন শিক্ষার পরিবেশ। ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা।নাম মাত্র প্রতিষ্ঠান দিয়ে নানা সুযোগ সুবিধা ও সরকারী অর্থ লুটপাট করে নেয়া হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত স্কুলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকার শিক্ষানুরাগী সহ অভিজ্ঞ মহল।
(এই প্রতিষ্ঠানে আরো কিছু গুরুত্বর অনিয়ম রয়েছে যা পরবর্তীতে প্রকাশ করা হবে।)
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.