বিপ্লব কুমার দাস শাওন। নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ ভাবে সরকারী খাস জমি দখল করে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে।
জানাগেছে গত কয়েক দিন যাবত হামছাদী মোল্লা বাড়ীর সামনে সরকারী খাস জমি হতে প্রায় ৪ লক্ষ টাকার মাটি উত্তলোন করে অন্যত্র বিক্রয় করে সনমান্দী ইউনিয়নের সাবেক মেম্বার মতিউর রহমান মতি এলাকায় প্রভাব বিস্তার করেছে। সরেজমিনে তদন্ত করে দেখা যায় জমিটি সরকারী খাস জমি। উক্ত জমির উপর মামলা রয়েছে। তার প্রমান হিসেবে জমির উপর একটি সাইন বোর্ড জোলানো আছে সরকারী সাইন বোর্ড থাকার পরেও কি ভাবে মাটি উত্তল করে সেটা আমাদের বোধগম্য নয়। সাবেক মেম্বার মতিউর রহমান মতি কোর্টে মামলা চলমান আছে বলে মামলার কাগজ দেখিয়ে এবং বিভিন্ন ভাবে সমঝোতা করতে চেষ্ট করে ব্যর্থ হয়। কিন্তু আইনগত কোনো প্রমান না থাকায় সেখানে বর্তমানে মাটি কাটা বন্ধ করে। তবে সোনারগাঁয়ে এরূপ চিত্র ইদানিং খুব বেশি মাত্রাতিরিক্ত প্রসাশন কি কোনো ব্যবস্তা নিবে ? সে অপেক্ষায় সাধারণ মানুষ।