প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর স্থিতিশীল রাখতে সকলের
সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ।
======================================
যাদব চন্দ্র রায়,
বিভাগীয় বু্রো চীফ, রংপুর :
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর স্থিতিশীল ও যৌক্তিক রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
তিনি বলেন, দিনাজপুরের সকল পর্যায়ে ব্যবসায়ীরা এই পবিত্র রমজানে সরকারের নির্দেশনা মেনে চলবেন। সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে কিনা বা কোন অনিয়ম হলে জেলা পর্যায়ের মনিটরিং টিম প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। ধর্মপ্রাণ মুসলমানরা যেন এই পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেন সঠিক মূল্যে পায় এটি নিশ্চিত করার জন্য দিনাজপুর চেম্বারসহ সকল পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের আহ্বান জানান।
১১মার্চ-২০২৪ সোমবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জানে আলম, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মুহাম্মদ শরীফ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা হোটেল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান দুলাল, দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ, দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহির শাহ্ প্রমুখ।
এসময় উক্ত প্রস্তুতিমূলক সভায় বাহাদুর বাজার ব্যবসায়ী সমিতি, বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি, জেলা মৎস্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ, চাউল ব্যবসায়ী সমিতি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, কৃষি বিপনন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা চাউল কল মালিক গ্রুপ, ক্যাব সংস্থা, নেসকো, জেলা শিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.