প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৭:১০ পূর্বাহ্ণ
নেত্রকোণায় অনিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শামীম তালুকদার, নেত্রকোণা:
জেলার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের অনিক মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরীহ এই তরুণকে গত ১৭ জুলাই নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। তুচ্ছ একটি ঘটনার জেরে কয়েকজন বখাটে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও দুই মাস পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নেত্রকোণা প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনিক হত্যার বিচার নিশ্চিত করার জন্য আওয়াজ তোলেন।
মানববন্ধনে হাফসা ইসলাম মোহ বলেন, আমার ভাই অনিককে সাকিব, নাসির, রেজউদ্দিন, সাইকুল, শফিক, অপু মিলে নির্মমভাবে হত্যা করেছে। দুই মাস পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা স্বাভাবিক জীবন যাপন করছে, অথচ আমার ভাই আজ নেই। আমি আপনাদের বোন, আমার ভাই আপনাদেরও ভাই। আমি আশা করি আপনারাও আমার পাশে দাঁড়িয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানাবেন।”মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব মিয়া, প্রীতম সোহাগ, নাফি, রেদুয়ান জয়, আশরাফুল ইসলাম এনি এবং বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার প্রমুখ।
বক্তারা অনিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.