শামীম তালুকদার, নেত্রকোণা:
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগান কে সামনে নিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
এসময় স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সোমবার সকালে জেলা শহরের ছোট বাজারস্হ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাননবন্ধন শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ।
জেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ রাজু আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফর রহমান ও সদস্য সাবেক সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহমেদ স্বপন, দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবর রহমান,সঞ্চালনায় ছিলেন আলপনা বেগম। এছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ অন্যরা উপস্থিত ছিলেন।