শামীম তালুকদার, নেত্রকোণা:
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা নভেম্বর/২০২৪ সোমবার বিকালে নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। এসময় পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ এসআই শাহজাহান খানকে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ প্রসঙ্গে এসআই শাহজাহান খান (সেকেন্ড অফিসার), অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার পেয়েছি, এ ধারা অব্যাহত রাখার জন্য সদর উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহেব আলী পাঠানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।