২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০৮ মিনিট
  1. অপরাধ
  2. অর্থ ও বাণিজ্য
  3. আড়াইহাজার
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আর্কাইভ
  7. ঈদ আড্ডা
  8. ঈদ আনন্দ
  9. কক্সবাজার
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্রগ্রাম
 

পত্নীতলায় পাহাড়কাটা মেফতাহুস সুন্নাহ দাখিল মাদ্রসার সুপারের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য ও নানা দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
joysagortv
জুন ২, ২০২৪ ৭:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন পাহাড়কাটা মেফতাহুস সুন্নাহ দাখিল মাদ্রসার সুপার মো: সামসুর রহমানের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানে শূন্য পদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নৈশ প্রহরী পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি গত ১৯-০৯-২০২৩ইং তারিখে এবং গত ২৭-০৯-২০২৩ইং তারিখে একজন সহকারী সুপার পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। পরবর্তীতে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে গত ২৬-০২-২০২৪ইং তারিখে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু গত ২০ ফেব্রুয়ারী ২০২৪ইং ও ২৫ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য বিরোধিতা করে বিজ্ঞ পতœীতলা সহকারী জজ আদালতে ২৯/২০২৪ অ: প্র: মোকদ্দমা আনয়ন পূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দুইটি মামলা দায়ের করেন। আদালত কর্তৃক উক্ত মামলার নোটিশ ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য মোঃ আব্দুল ছিদ্দিক মন্ডলকে না জানিয়ে মাদ্রসার সুপার মো: সামসুর রহমান গোপনে ২৬ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে অবৈধ ভাবে নিয়োগ নির্বাচনী পরিক্ষা সম্পন্ন করেন। এর পর গত ২৭ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে মাদ্রাসার সুপার মো: সামসুর রহমান সভাপতিকে মামলার বিষয় অবগত করে তাকে সঙ্গে নিয়ে আদালত কর্তৃক উক্ত মামলার জবাবের জন্য নওগাঁ আদালতে যান। বিষয়টি তখন সভাপতি জানতে পেরে মাদ্রাসার সুপারকে বলেন, আদালতে মামলা চলমান থাকার কারণে নিয়োগে নির্বাচিত প্রার্থীদের কার্যক্রম স্থগিত করা হোক। কিন্তু সুপার অনৈতিক কার্যকলাপে লিপ্ত থেকে নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে গত ২৯-০২-২০২৪ইং এবং ০৪-০৩-২০২৪ইং তারিখে দুটি রেজুলেশনের মাধ্যমে সভাপতির অনুপস্থিতে সভাপতির স্বাক্ষর ও সিল জাল করে সহকারী সুপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নৈশ প্রহরী এই তিনটি পদে মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ অনুমোদন ও যোগদান অনুমোদন করেন।


সভাপতির স্বাক্ষর জাল জালিয়াতি করার কারণে তিনি নিয়োগ অনুমোদন এবং প্রার্থীদের যোগদান বৈধ নয় মর্মে গত ২৫-০৩-২০২৪ ইং তারিখে জেলা শিক্ষা অফিসার বরাবর যোগসাজসমূলক নির্বাচিত প্রার্থীদের বিল বেতন ও এমপিওভুক্ত না করার সুপারিশ প্রদানের জন্য লিখিত আবেদন করেন এবং বিজ্ঞ নওগাঁ জেলা আদালতে মাদ্রাসার সুপার মো: সামসুর রহমান সহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২০১/২৪ সি,আর (পতœী)। মামলার অন্য আসামীরা হলেন: মো: আবুল কালাম আজাদ, মো: রমজান আলী, মোছা: শিরিন আক্তার ও মো: সাখাওয়াত হোসেন। তারা সবাই শিক্ষক প্রতিনিধি।
অপরদিকে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল ছিদ্দিক মন্ডল মাদ্রাসার সুপার মো: সামসুর রহমানের এসব অবৈধ কর্মকা-ের বিবরণ উল্লেখ করে সকল বিষয়াদি যাচাই অন্তে তদন্ত সাপেক্ষে গৃহীত ব্যবস্থা গ্রহণ করতে মহা পরিচালক, মাদ্রসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর গত ২৮-০৪-২০২৪ইং তারিখে লিখিত অভিযোগ দাখিল করেছেন।এছাড়া মো: আব্দুল ছিদ্দিক মন্ডল সভাপতি হওয়ার পর লক্ষ করেন কাগজে কলমে অত্র মাদ্রাসায় প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী কিন্তু বাস্তবে প্রতিনিয়ত সব ক্লাস মিলে মাত্র ৩০ থেকে ৩৫ জন ছাত্র-ছাত্রী উপস্থিত হয়। বাকি সব ভুয়া ছাত্র-ছাত্রী কাগজে কলমে ভর্তি দেখিয়ে উপবৃত্তিসহ সকল সরকারী অনুদান দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে আসছেন অত্র মাদ্রাসার সুপার মো: সামসুর রহমান। এতে করে মাদ্রসার সুনাম ক্ষুণœসহ শিক্ষার পরিবেশ মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।এদিকে মাদ্রসার সুপারের এসব অবৈধ কর্মকা- প্রকাশ পাওয়ায় অবৈধ ভাবে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা তার কাছ থেকে টাকা ফেরত চাওয়ায় সুপার টাকা ফেরত দেবেন বলে কাগজে-কলমে মুচলেকা দিয়েছেন।
এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ এলাকাবাসী উক্ত অবৈধ নিয়োগ বাতিল করত: দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ - বিজ্ঞান প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় তাড়াশে প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী আটক

নড়াইলে এএসআই সশস্ত্র থেকে এসআই সশস্ত্র পদে পদোন্নতিপ্রাপ্ত র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মেহেদী হাসান

রায়গঞ্জ ধানগড়া ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরন ও কমিটির সভা            

ঝিনাইদহ কালীগঞ্জের মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে একদিনে ২ মাস ২৭ দিনের স্বাক্ষর

গাবতলীর পেড়ীহাট কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৫ম ম্যাচ অনুষ্ঠিত

প্লাস্টিক দূষণ একটি ক্রমবর্ধমান পরিবেশগত সমস্যা-যা পরিবেশ এবং মানব স্বাস্থ্যকে প্রভাবিত করছে

নতুন প্রত্যয় বুকে নিয়ে নওগাঁয় মাঠে পুলিশের কাজে যোগদান জনমনে স্বস্তি

সরকারি মাহতাব উদ্দিন কলেজের ১ একর ৩১ শতক জমি বাদ রেখে করা হয় সরকারীকরণ 

সিরাজগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা