প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
পরিষদে এসে নাগরিক সেবা দিচ্ছেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান
রায়গঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়মিত নাগরিক সেবা দিয়ে চলেছেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন।
পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যানরা আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকলেও তিনি দায়িত্ব পালনের জন্য সবসময় পরিষদে আসছেন। সেবা কার্যক্রমেও তেমন সমস্যার মুখে পড়তে হয়নি।
ইউনিয়নের বাসিন্দা মো. ইমরান সেখ জানান, বুধবার তিনি নাগরিকত্ব সনদ নেয়ার জন্য পরিষদে গিয়েছিলেন। কর্মস্থলে উপস্থিত চেয়ারম্যান রাইসুল হাসান সুমনকে জানানোর কিছু সময়ের মধ্যে তিনি নাগরিকত্ব সনদ হাতে পান। একই দিন নাগরিকত্ব সনদ নিয়েছেন মোছাঃ সাজেদা, রহিমা খাতুনসহ অনেকে।
আন্দ্রা গ্রামের বাসিন্দা বাবু ইসলাম জানান, চেয়ারম্যান কর্মস্থলে থেকে নিয়মিতভাবে নাগরিক সেবা দিয়ে চলছেন। ফলে ইউনিয়নবাসী দুর্ভোগের কবল থেকে রেহাই পাচ্ছেন।
সেবা নিতে পরিষদে আসা আরও কয়েকজন জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক রয়েছেন। কিন্তু আমাদের ইউনিয়নের ( ধামাইনগর) চেয়ারম্যান রাইসুল হাসান সুমন নিয়মিত পরিষদে দায়িত্ব পালন করছেন।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, তিনি নিয়মিত পরিষদে আসছেন ও নাগরিকদের সেবা দিচ্ছেন। কোন ধরনের সমস্যা হচ্ছে না। স্বাভাবিকভাবেই কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.