প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৪, ৬:২৩ পূর্বাহ্ণ
পাঁচ টাকায় ঈদের বাজার: কাজিপুরের দরিদ্র পরিবার খুবই খুশি
আব্দুস সোবহান চান , কাজিপুর (সিরাজগঞ্জ):
ঈদ হোক সবার জন্য অনাবিল আনন্দের, অন্তত একটা দিন যেন অনুভব করে আজ আমি তৃপ্ত, সেই দৃষ্টিকোণ থেকে পাঁচ টাকার ঈদের বাজারে হতদরিদ্রের জন্য ব্যবস্থা করা হয়েছে শাড়ি, লুঙ্গি, থ্রিপিচ ও ঈদ সামগ্রী। এই আয়োজনে দরিদ্র পরিবার খুবই খুশি লক্ষ্য করা যায়।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কাজিপুর ও আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে চালিতাডাঙ্গা, মাইজবাড়ী এবং সোনামুখী ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে পাঁচ টাকায় তিনশো টি শাড়ি কাপড়, তিনশো টি লুঙ্গি, তিনশো টি থ্রিপিচ এবং তিনশো জনকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী দেয়া হয়।
৯ এপ্রিল মঙ্গলবার সকালে ভয়েস অব কাজিপুরের কার্যালয় চালিতাডাঙ্গা বাজারে সংগঠনটির সাধারণ সম্পাদক আসকার পাইনের তত্ত্বাবধায়নে এই কার্যক্রম শুরু হয়।
ভয়েস অব কাজিপুরের দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজের ভূয়সি প্রশংসা করে বক্তব্য রাখেন কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, এই সময় উপস্থিত ছিলেন, আশার আলো ফাউন্ডেশনের কর্ণধার আশা সরকার।
পাঁচ টাকার ঈদের বাজারে আসা ৭৫ বছর বয়সী চালিতাডাঙ্গা গ্ৰামের সুমার আলী জানান, ঈদের সময় ছাড়াও বিভিন্ন সময় আমাগরে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে।
একই গ্ৰামের রুবিয়া বেওয়া বলেন, ছলডো খুবই ভালো, প্রতি বছরই মেলা কিছু দেয় আমাগো, এবার একটো শাড়ির লাইগ্যা আছি।
ভয়েস অব কাজিপুর আরো বেশি করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ যাবে, এই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ব্যক্ত করেন সাধারণ সম্পাদক ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.