প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ
পাংশায় ছাত্রলীগ কর্মীদের হামলায় শিবিরের কর্মী আহত
পাংশা প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় মো: রাসেল (২২) নামে এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করেছে ছাত্রলীগের কর্মীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ক্লাব চত্বর এলাকায় এ হামলা চালায়।
আহত মো: রাসেল জেলার পাংশা উপজেলার হাবাসপুরের মো: আবু বক্কারের ছেলে। সে হাবাসপুর ডা: মোতাহার হোসেন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে ছাত্র শিবিরের কর্মী।
হামলা কারীরা হলেন,পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সেলিম এর ছেলে সালাউদ্দিন, বাবু শেখ এর ছেলে শান্ত শেখ, আলীর ছেলে পারভেজ, ছাচ্ছু মন্ডলের ছেলে রিফাদ ও জাহাঙ্গীরের ছেলে স্বাধীন সহ অজ্ঞাত ১০-১৫ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত মো: রাসেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করায় দীর্ঘদিন ধরে অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা হামলার পায়তারা চালাচ্ছিল। আজ দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলা কারীরা প্রথমে লোহার রড দিয়ে শিবির কর্মীরা মাথায় আঘাতে করলে মাটিতে পরে যায়।পরে পিটে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং লাথি মেরে চলে যায়।
আহত মো: রাসেল বলেন, ৫ আগষ্টের আগেও হামলা কারীরা ছাত্রলীগের ক্যাডার ছিলো। এখন আবার ছাত্রদলের ক্যাডার পরিচয় দিয়ে আমার উপর হামলা চালিয়েছে।তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলো।
তিনি আরও বলেন, আমি আমার সহকর্মীদের মধ্যে থানা অভিযোগ দিয়েছি।আমি আশা করি দ্রুত ছাত্রদলের নাম ধারী ছাত্রলীগের এই ক্যাডারদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.