মোঃ হামজা শেখ, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলার দপ্তর প্রধান, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পাংশা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা,র সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,শতভাগ সচ্ছতার সাথে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। মানুষ যাতে করে ঘরে বসে সেবা পায় সেই ব্যবস্থা করতে হবে। যারা সেবা নিতে আসেন তাদের কে ফিরিয়ে দেওয়া যাবে না। লোকবলের স্বল্পতার মধ্যেও সামর্থ অনুযায়ী সেবা প্রদান করবেন। সেবা প্রদান করতে না পারলে সমস্যা সমাধানের উপার বের করে দিবেন। আমাদের সকলে মিলে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সময় পাল্টেছে বিশ্ব যেভাবে চলছে আমাদেরকেও সেভাবে কাজ করতে হবে।
পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, র সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান রুবেল,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহম্মদ সালাউদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবাদত হোসেন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, ডাঃ পৃর্থীজ কুমার দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা সালাম সিদ্দিকী, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, খাদ্য কর্মকর্তা শাহনেওয়াজ, সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রন্জু, পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আবুল কালাম আজাদ, পাংশা প্রেস ক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ সহ বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান, ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে উপজেলার ১৫ জন শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে সরকারিভাবে ১৫ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.