রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় প্রতিনিয়ত পুলিশের হয়রানী ও মিথ্যা অভিযোগ থেকে বাঁচতে মানববন্ধন করেছে গ্রামবাসী। তবে পুলিশের দাবী অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে জিম্মি গ্রামবাসী।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ৩ টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় ৫নং ওয়ার্ডের সাধারণ জনগণ এ মানববন্ধন করেন। মানববন্ধনে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন আসা গ্রামবাসীদের দাবী, গত বৃহস্পতিবার রাতে পাংশা থানার তিন পুলিশ সদস্য মারামারি মামলার আসামি সজিব শেখ কে ধরতে যায়। সজিব পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ সজিব কে ধরতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে আসামী পুলিশকে লক্ষ করে গুলি করেছে। তার পরে সারারাত ওই এলাকার পুলিশ প্রতিটি বাড়িতে অস্ত্র উদ্ধারের নামে হয়রানী করে। এখন প্রযন্ত পুলিশের হয়রানী অব্যাহত রয়েছে।
মানববন্ধনে আসা আবু মুছা নামে এক ব্যক্তির বলেন, গত বৃহস্পতিবার যখন এখানে পুলিশ সজিব শেখ কে গ্রেফতার করতে আসে তখন আমি এই দিকে দিয়ে বাড়ি যাচ্ছিলাম। সজিব পুলিশ দেখে দৌড় দেয়। পুলিশ তাকে ধরতে পিছে দৌড়ায়। এ সময় পুলিশ সজিব কে উদ্দেশ্য করে বলে, না দাঁড়ালে গুলি করবো বলতে থাকে। এসময় কোন গুলির শব্দ আমি শুনতে পাইনি। এমনকি সজিবও কিভাবে গুলি করবে তার কাছে কিছু দেখতে পাইনি। এর পর থেকে পুলিশ রাজনৈতিক একটি পক্ষের হয়ে আমাদের গ্রামে প্রতিনিয়ত হয়রানী করে যাচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন বলেন, এলাকার মানুষ ওই সকল সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে আছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা পুলিশ কে বিতর্কিত করার জন্য এলাকাবাসীদের দিয়ে এমন মানববন্ধন করেছে।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার মারামারি ও চাঁদাবাজি মামলার আসামী সজিব শেখ কে পুলিশ ধরতে গেলে সে পুলিশ কে উদ্দেশ্য করে গুলি করে। তবে পুলিশ হতাহত হয়নি। এর আগেও ওই এলাকায় পাংশা থানার সাবেক ওসি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করে আসছে। পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে কাজ করছে।