মোঃ হামজা শেখ, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারীর বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাংশার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৭৫০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ২০০০ জন কৃষকের মাঝে গম বীজ ২০ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ৬০জনকে ভুট্টা বীজ ২ কেজি, ডিএমপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০০০জনকে পিঁয়াজ বীজ ১ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ২৬০ জনকে মসুর বীজ ৫ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, ৬০ জনকে খেসারী বীজ ৮ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, ৪০ জনকে মুগ বীজ ৫ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, ৫০ জনকে সূর্যমুখী বীজ ১ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ১৪০ জন কৃষককে চিনাবাদাম বীজ ১০ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে প্রদান করা হয়।
এসকল উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস, উপজেলা প্রকল বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মো: রবিউল ইসলাম ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।