মোঃ হামজা শেখ, রাজবাড়ী:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রাজবাড়ীর পাংশায় আলপনা অংকন অনুষ্ঠিত হয়েছে।
পাংশায় ছাত্র সমাজের উদ্দোগে শনিবার শিক্ষার্থীরা পাংশা রেলওয়ে ষ্টেশনের বিভিন্ন স্থানে এ আলপনা অংকন করেন।
আলপনা অংকনের মধ্যে ছিলো, হোক প্রতিবাদ, স্বাধীনতা, বল বীর - চির উন্নত মিম শির, স্বাধীন বাংলাদেশ, মেধার বিজয় বাংলাদেশ, আমরাই এক ইতিহাস, বিজয় ২০২৪, ইত্যাদি লেখা। রঙ বে-রঙের দৃষ্টিনন্দন এসকল আলপনা শোভা পাচ্ছে এখন পাংশা রেলওয়ে ষ্টেশনের দেয়ালে দেয়ালে। যা দেখে শিহরিত হচ্ছে সাধারণ মানুষ। তারা ছাত্রসমাজের এ কাজকে স্বাগত জানান।
মনোমুগ্ধকর এ আলপনা অংকন কার্যক্রমে অংশগ্রহন করেন, আশিক ফারাবি, শাহিনুর রহমান, সাগর সিকদার, মামুন রাজ, রানা, পাপন শিকদার, আলামিন, আসিফ। মারুফ, তন্ময়, হাসিবুল, নাসিম খান, নাজমুস সাকিব সিয়াম, শিশির, তালহা ইমতিয়াজ ফুয়াদ, আহম্মেদ জিহাদ, শাওন খান। তাবাচ্ছুম, সাদিয়া, জয়া, দিঘি, তিথী, কেয়া, শুরভী, শাহারা, ইল্মা, ঊরবি, খুশি, হাসি,সাদিয়া, রুপিলা, রিয়া, মারিয়া ও তমা।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.