মোঃ হামজা শেখ, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে পাংশা উপজেলা প্রেসক্লাব।
সোমবার (৯ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ক্রেস্ট দিয়ে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামী ও প্রচার সম্পাদক মোঃ হামজা শেখ বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন।
পাংশার উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ জাফর সাদিক চৌধুরী ৩৪তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা, তিনি ইতোপূর্বে দুদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে নিষ্ঠার সাথে কাজ করেছেন। চট্টগ্রামে তার জন্ম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ২০২৩ সালের ৫ মার্চ পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। গত ৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়।