আশিক হাসান সীমান্ত রাজবাড়ী :
সুপ্রিয়া বিশ্বাস রাজবাড়ি জেলার পাংশা উপজেলার দুরশুন্দিয়া গ্রামে ১০ ই মার্চ জন্মগ্রহণ করেন।পিতা মানবেন্দ্র কুমার বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা সন্ধ্যা রানী বিশ্বাস একজন গৃহিণী।স্বামী চন্দ্রশেখর বিশ্বাস কলেজ শিক্ষক হিসাবে কর্মরত আছেন ।
তিনি দুই সন্তানের জননী। পুত্র -অর্ণব বিশ্বাস তূর্য এবং কন্যা -সেঁজুতি বিশ্বাস সুপ্তি।তিনি বর্তমানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছেন ।তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে যুক্ত ছিলেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার নীল সাগর ২০২১সালের একুশে বইমেলায় প্রথম প্রকাশিত হয়।
২০২২ সালের বইমেলায় দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর অভিমান প্রকাশিত হয়।২০২৩ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে প্রথম ভ্রমণকাহিনী পাহাড় নদী গ্রাম ও ছোট গল্পগ্রন্হ লুকোচুরি।তাছাড়াও তাঁর বেশ কয়েট যৌথ কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে।যৌথকাব্যগ্রন্হগুলো হলো:
(১)শূন্য দশকে নারীর জয়যাত্রা(২)অন্যভুবন কাব্যমনঞ্জরী(৩)কাব্যকথা-বাঙালী র শব্দবুনন।(৪) ফাগুন বিপ্লব(৫)শান্তির পায়রা(৬)স্বপ্নীল কাব্য ৭,পালক।২০২৪ সালের একুশে বইমেলায় তাঁর তৃতীয় কাব্য গ্রন্থ “একাকী আকাশ” প্রকাশিত হয়েছে। প্রকৃতি,প্রেম ,বিরহ, আনন্দ,বেদনা তাঁর কবিতার উপজীব্য বিষয়।