প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ
পানি উঠছে না রায়গঞ্জের অধিকাংশ টিউবওয়েলে
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
তীপ্র খড়া ও সময় মতো পর্যাপ্ত বৃস্টি না হওয়ায় পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জের অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। ফলে বিপাকে পড়েছেন উপজেলার নিম্ন-মধ্যম আয়ের মানুষগুলো। পর্যায়ক্রমে উপজেলার নলকা, নিমগাছি, চান্দাইকোনা, ধানঘরা, ব্রম্যগাছা ও পাঙ্গাসী সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, বিগত এক মাস ধরে টিউবওয়েলগুলোতে ঠিক মতো পানি উঠছে না। দশ থেকে পনেরোটি চাপ দিয়ে এক জগ পানি উঠানো যাচ্ছে। যা খুবই কষ্টকর হয়ে পড়েছে। যাদের সামর্থ আছে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ করে উন্নত মানের মটোর বসিয়ে পানি তুলছেন। আর যারা এতো টাকা খরচ করে মটর বসাতে পারছেন না তারা আশ-পাশের দুএকটি টিউবওয়েলে পানি ওঠার কারনে সেই সমস্ত টিউবওয়েল থেকে পানি আনতে ধরনা দিচ্ছেন। এদিকে যারা শ্যালো-মেশিন দিয়ে বোরো ধানে সেচ দিচ্ছেন তারাও পড়েছেন বিপাকে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কৃষক মোঃ আবু তাহের বলেন, তাদের এলাকায় অধিকাংশ টিউবওয়েল ও শ্যালো-মেশিনে পর্যাপ্ত পানি উঠছে না। যা উঠছে তার পরিমান খুবই কম। ফলে দিন রাত সময় শ্যালো-মেশিন চালাতে হচ্ছে। যার ফলে এ বছর সেচ খরচ ডাবল হবে বলে জানান এ কৃষক। এদিকে পর্যাপ্ত বৃস্টি ও তীপ্র খড়া কেটে গেলেই পর্যাপ্ত পানি পাওয়া যাবে বলে মনে করছেন উপজেলার অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.