তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার:
অনুমতি ছাড়াই প্রায় এক লক্ষ টাকার গাছ কাটল মিঠিপুর ইউনিয়নের পানবাজার ডিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম বি এস সি | গাছগুলো কেটে গাছের গোড়ায় মাটি দিয়ে রেখেছে যাতে কেউ টের না পায় | সরোজমিনে গিয়ে দেখা গেছে প্রতিষ্ঠানের মাঠের দক্ষিণ পার্শ্বে বেশ কয়েকটি মেহগনি গাছ কেটে কিছু গাছ ' ছ ' মিলে বিক্রি করে একটি গাছ নিজ বাড়িতে রেখে দেয় | উক্ত প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকেই প্রধান শিক্ষককে নিয়ে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ চলে আসছে | এজন্য প্রধান শিক্ষক এক মাসের ছুটি নিয়েছেন | প্রধান শিক্ষককে বিতর্কিত করার জন্য এই গাছ কাটা হয়েছে বলে এলাকাবাসি জানায় | মিঠিপুর ইউনিয়নের মন্ডলের বাজারের বাজার পাড়া গ্রামের দুলা মিয়ার পুত্র ভ্যানচালক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আমি এ গাছগুলো ভ্যানে করে বহন করেছি | এ বিষয়ে শামসুল আলম বিএসসি - র সাথে কথা হলে তিনি বলেন শিক্ষক নিয়োগে প্রধান শিক্ষক কয়েক লক্ষ টাকা নিয়োগ-বাণিজ্য করেছেন এবং স্কুল বিভিন্ন সমস্যায় জর্জরিত এ সুযোগে আমি গাছগুলো কেটেছি | প্রধান শিক্ষক জাহিদুল আলমের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি গাছ কাটার অনুমতি দেইনি | তাছাড়া এ বিষয়ে আমি কিছু জানি না |উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ মন্ডল বলেন অনুমতি ছাড়া প্রতিষ্ঠানের গাছ কাটা মোটেই ঠিক করেননি | বিষয়টি দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে | উপজেলা বন কর্মকর্তা মিঠু তালুকদার বলেন উক্ত প্রতিষ্ঠানের গাছ কাটার জন্য কেউ আমাকে বলেন নাই বিষয়টি আমি জানিনা | বিধি অমান্য করে গাছ কাটার অপরাধে এলাকার জনপ্রতিনিধি সুশীল সমাজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষানুরাগি ব্যক্তিগণ গাছ খেকো শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন |
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.