তারিকুল ইসলাম তারিক স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ত্বকী ফয়সাল তালুকদার ও তথ্যসূত্রে জানা যায় গত ২৩ ডিসেম্বর বিকেলে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের জয়ন্তীপুর মৌজায় করতোয়া নদীর উপরেই জাফর পাড়া গ্রামের রুহুল আমিনের পুত্র উজ্জল মিয়া তরফ মৌজার জয়ন্তীপুর এলাকায় ১.০০ একর জমি ক্রয় করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, ফলে আশেপাশের ফসলি জমির ক্ষতিগ্রস্ত করছেন। স্থানীয় জনগণ অভিযোগ করলে সরে জমিনে সত্যতা নিশ্চিত পাওয়া যায়। তথাপি উক্ত জমিতে অভিযুক্তের মা রাশিদা বেগম এর নামে আরিয়ান এগ্রো পোল্ট্রি ফার্ম দেখা যায় কিন্তু উক্ত ফার্মের ইউনিয়ন পরিশোধ কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকলেও জেলা / উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক প্রদত্ত কোন লাইসেন্স পত্র নেই । এমতাবস্থায় প্রয়োজনীয় কাগজপত্র ইস্যুর পূর্ব পর্যন্ত ফার্মের তত্ত্বাবধানের জন্য চেয়ারম্যান টুকুরিয়া ইউনিয়ন পরিষদকে নির্দেশ প্রদান করা হয়েছে । অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, উক্ত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন প্রমাণিত হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ – এর বিধি মোতাবেক পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা অর্থদ- জরিমানা অনাদায়ে দুই বছর পর্যন্ত কারাদ- করা হবে ।