তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে ওয়াল্ড ভিশন ( এ পি ) আওতায় টুকুরিয়া ইউনিয়নের মোনাইল গ্রামকে ( স্মার্ট নিহস্ট্রেশন ইকো ভিলেজ )পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা উদযাপন অনুষ্ঠিত হয়েছে |গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা দেওয়া হয় | এ উপলক্ষে গ্রাম উন্নয়ন কমিটি শিশু ও যুব ফোরামের সার্বিক তত্ত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় | সভায় পরিবেশ বান্ধব গ্রামে প্রতিটি পরিবারে বন্ধু চুলা , স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার , বাড়ির আশে পাশে শাকসবজির চাষ , ফসলের জমিতে জৈব সার প্রয়োগ , বসতবাড়িতে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পালন ও তার বিষ্টা থেকে গ্যাস উৎপাদন , আইন শৃঙ্খলা রক্ষায় ও মাদকমুক্ত করতে গ্রাম কমিটি গঠন , যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কর্মমুখী জীবন গঠন , অনাকাঙ্ক্ষিত অগ্নি নির্বাপক কৌশল শিক্ষা গ্রহণসহ , শিশুদের শিক্ষা গ্রহনের জন্যশত ভাগ স্কুলে গমন সহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে যাচ্ছে উক্ত গ্রামের লোকজন | এই উন্নয়নমুখী কর্মগুলো পরিচালনা করছেন পীরগঞ্জ ওয়াল্ড ভিশন | এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় | আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম , ফায়ার স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা , এস আই আখতারুজ্জামান , প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন | অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ভিডিসি শিশু ফোরাম সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোক জন উপস্থিত ছিলেন | আলোচনা সভার শেষে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল মোনাইল গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করেন |