তারিকুল ইসলাম তারিক স্টাফ রিপোর্টার:
রংপুর পীরগঞ্জে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ সংস্কারে শিক্ষার্থীদের ০৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১ .১৫ ঘটিকায় পীরগঞ্জের বাসস্ট্যান্ডের বিশ্বরোডের উপর পীরগঞ্জ উপজেলাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীবৃন্দ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করে । এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। মাননীয় বস্ত্র উপদেষ্টা সমীপে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ সংস্কারে এই ০৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নিবেদন করে , বৈষম্য বিরোধী টেক্সটাইল ছাত্র ঐক্য পরিষদ ও শিক্ষার্থীরা বলেন আমরা বস্ত্র অধিদপ্তরাধীন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের শিক্ষার্থী । বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ত্যাগ তিতিক্ষায় স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে দেশের অপহ্নত স্বাধীনতা ফিরিয়ে এনেছি ও এখন দেশ বিনির্মাণের সময় হলেও দুঃখজনক যে ,বর্তমানে দেশের বস্ত্র শিক্ষাখাত নানা সমস্যায় জর্জরিত । তারা তুলে ধরেন , সরকারি টেক্সটাইল কলেজসমূহের বেহাল দশা ও ইতিমধ্যেই সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণে সচিবদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় উক্ত কলেজ সমূহের শিক্ষার্থীরা ০৫ দফা দাবি উত্থাপন করেন ও তারা বলেন এদেশের অর্থনীতির স্তম্ভ হলো বস্ত্রখাত । বস্ত্র শিক্ষায় মনোনয়ন অতীব জরুরী । তারা আরো বলেন , বস্ত্র শিক্ষায় মনোনয়ন ব্যতীত দেশের অর্থনীতির উন্নয়ন কিছুতেই সম্ভব নয় , দেশ উন্নয়নে চালিকাশক্তি সুগম করার লক্ষ্যে আমরা মাননীয় বস্ত্র উপদেষ্টা সমীপে ০৫ দফা দাবি আশু সংস্কারের দাবি জানাচ্ছি। এ সময় বস্ত্র অধিদপ্তরাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের সমস্যাগুলি সংস্কারের দাবিতে প্রকাশ কবেন। দাবিসমূহ - ( ১ )শিক্ষক সংকট ( ২ ) ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি ( ৩ ) অপর্যাপ্ত বাজেট (৪) বিভিন্ন প্রকারের অর্গানোগ্রাম (৫) জবাবদিহিতার অভাব । দীর্ঘ সময়ে কলেজসমূহের সুষ্ঠু তদারকি না হওয়ায় শিক্ষক এবং শিক্ষার মান ক্রমশই অবনতি হয়েছে ,ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বস্ত্রখাত । এমতাবস্থায় মাননীয় বস্ত্র উপদেষ্টা মহোদয় উক্ত ০৫ দফা দাবি সংস্কারে দেশের ক্ষতিগ্রস্ত কলেজ সমূহ , শিক্ষার্থীবৃন্দ এবং সর্বোপরি দেশের বস্ত্র খাত দেশ বিনির্মাণে সফলতা পাবে বলে আশা করছে শিক্ষার্থীবৃন্দ । দীর্ঘ সময়ের ভোগান্তিতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মানববন্ধনের মাধ্যমে সবিনয়ে মাননীয় বস্ত্র উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে বস্ত্রশিক্ষার আমুল পরিবর্তন আশা করছে দেশের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের শিক্ষার্থীবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.