তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার
রংপুরে গত ১ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মত পীরগঞ্জেও বেড়েই চলেছে অতিরিক্ত শীতের প্রকোপ এবং ঘন-কুয়াশা, দেখা মিলছে না সূর্যের! বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৭ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েকদিন পূর্বে ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আকাশে ঘন মেঘ থাকায় আগামী ২৪ ঘন্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে।
শীতের তীব্রতায় বিপাকে পড়েছে প্রান্তিক চাষি, শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ । তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে। এদিকে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশী অনুভুত হয়। শীতে কাহিল হয়ে পড়েছে গরীব অসহায় ও দরিদ্র মানুষজন। পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের অটোভ্যান চালক বুদু মিয়া বলেন , এই ঠান্ডায় হাত পা বরফ হয়ে যাচ্ছে। দিনে একটু চলাফেরা করলেও সন্ধ্যার পর রাস্তায় থাকা সম্ভব হয় না, ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মদনখালী ইউনিয়নের শ্যামপুর গ্রামের কৃষক মিজানুর বলেন যে , আলু, ফুলকপি ও গম,ভ্ট্টুা, রসুন অন্যান্য সবজির চাষ করেছি কিন্তু এত কুয়াশায় ফসলগুলো বৃদ্ধিতে ব্যাঘাত ঘটছে। রোগ-বালাই বাড়ার আশঙ্কাও রয়েছে।
এ বিষয়ে কৃষিবিভাগ নড়ে চড়ে বসেছে, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন ফসলভেদে নানা পরামর্শ দিয়ে আসছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান সরকার বলেন এমন আবহাওয়ায় সকল চাষিদের বোরো ধনের বীজতলায় উন্নতমানের ছত্রাকনাশক স্প্রে, পর্যাপ্ত সেচ ব্যবস্থা, ফসলভেদে সুন্দরভাবে পরিচর্যা করার পরামর্শ প্রদান করেছেন।।