তারিকুল ইসলাম তারিক, স্টাফ রিপোর্টার:
রংপুর পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর (গনিরহাট) বিশ্ব রোডের উপরেই যত্র-ছত্রভাবে বসেছে কচুরহাট। নেই কোন নিয়ম নীতি | বিশৃঙ্খলা ভাবেই দীর্ঘদিন থেকেই রাস্তার উপরেই বসছে কচুর হাট | ফলে ঘটছে তীব্র যানজট , অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা | এলাকাবাসী দফায় দফায় প্রতিবাদ করলেও প্রভাবশালী ও ক্ষমতার দাপটে স্থান পরিবর্তন না করেই উক্ত স্থানেই হাট চালিয়ে যাচ্ছে । ফলে দূরপাল্লার যাত্রীবাহি বাস কাঁচা মাল বোঝাই ট্রাক রোগীবাহী অ্যাম্বুলেন্স উক্ত হাট অতিক্রম করার সময় ৩০ থেকে ৪০ মিনিট যানজটে পড়ে থাকতে হচ্ছে। অস্থিরতায় কাটছে এলাকাবাসীসহ যাত্রীদের | উল্লেখ্য যে কচুর হাটের জন্য নির্ধারিত জায়গা থাকলেও শুধুমাত্র ক্ষমতার দাপটে হাটটি পরিচালিত হয়ে আসছে। কচু ব্যবসায়ী হামিদুল ইসলাম, করিম সরকার, কামরুল হাসান , গবিন্দ সরকার সহ একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে হাটটি বিশ্বরোডের উপর হওয়ায় প্রতিদিন ভ্যান , মোটরসাইকেল বা রিক্সা দুর্ঘটনা হর হামেশাই ঘটছে । এহন ঘটনায় হাট ইজারাদারের পক্ষ থেকে যানজট এড়ানোর জন্য কোন ব্যবস্থা নেই । হাটের নির্ধারিত জায়গায় হাট বসালে যানজট দুর্ঘটনা দুটোই কমবে বলে আশাবাদী ব্যবসায়ী ও এলাকাবাসীর। দূরপাল্লার যাত্রী ও গাড়ি চালকের সাথে কথা বলে জানা গেছে উক্ত হাটে দূরপাল্লার গাড়ি বা অ্যাম্বুলেন্স আসলে কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট গাড়িতে বসে থাকতে হয়। এটা চরম ভোগান্তি। জানা গেছে উক্ত হাট বিশ্বরোডে উপরে হওয়ার কারণে প্রাণহানি পর্যন্ত ঘটেছে। এ বিষয়ে ইজারাদার আলম মিয়ার সাথে কথা বললে তিনি বলেন আমরা ২১ জন মিলে হাট শেয়ারে নেওয়া হয়েছে, কয়েকজন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিও রয়েছে |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে বিশ্বরোড থেকে হাটটি নিজস্ব জায়গায় স্থানান্তর করলে থাকবে না যানজট দুর্ঘটনা অপরিচ্ছন্নতা জনমনে অস্থিরতা | এমতাবস্থায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছেন ব্যবসায়ী ক্রেতা ও এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান হাটের নির্ধারিত স্থানে হাট বসবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে থানা অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি। হাট এলাকাবাসী ব্যবসায়ী স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যজেলা থেকে কচু ক্রয় করতে আসা ব্যবসায়ীরা ও সুশীল সমাজের লোকজন বলছেন হাটের নির্ধারিত স্থানে হাটটি বসালে যানযট প্রানহানি হওয়ার সম্ভাবনা কমে যাবে। দূর হবে দুশ্চিন্তা মিলবে প্রশান্তি , এমনটাই কামনা করছেন এলাকাবাসী |