প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ
পীরগঞ্জে মসজিদ উন্নয়নের ১ লাক্ষ ৫০ হাজার টাকা উধাও ।
মোঃ তারিকুল ইসলাম তারিক
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের প্রত্যান্ত অঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের লক্ষ্যে গৃহীত প্রকল্পে জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে কাজ করা হচ্ছে কী না বিষয়টি দেখার কেউ নেই ।
অভিযোগ উঠেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের রোজ বাহাপুর গ্রামের একটি মসজিদের উন্নয়নের জন্য, রংপুর জেলা পরিষদ থেকে ১ লাক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হলেও সেই অর্থে সমজিদের কোন উন্নয়ন না করে যোগসাজোসে নিজেদের পকেটস্ত করেছেন।
এলাকাবাসি সূত্রে আরো জানা গেছে, রোজ বাহাপুর জামে মসজিদের বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য ২০২৩ -২০২৪ অর্থ বছরে বরাদ্দাকৃত ১লাখ ৫০ হাজার টাকা মসজিদ বাউন্ডারী ওয়াল নির্মাণ-এর লক্ষে উত্তোলন করলেও মসজিদ উন্নয়নে তা ব্যবহৃত হয় নাই মর্মে এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাই বিষয়টি খতিয়ে দেখা দরকার।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.